গোয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলবেন না রোনালদো

সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসর সোমবার রাতে ভারতে পৌঁছাচ্ছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এর অ্যাওয়ে ম্যাচ খেলবে সৌদি ক্লাবটি। তবে আল নাসেরের হয়ে এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার সম্ভাবনা নেই। আগামী ২২ অক্টোবর গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে আল নাসর ও এফসি গোয়া, কিন্তু কিংবদন্তি পর্তুগিজ তারকা এবার দলে থাকছেন না বলে জানিয়েছে সৌদি পত্রিকা আল রিয়াদিয়াহ।
৪০ বছর বয়সী রোনালদোকে ভারতে আনার চেষ্টা করেছিল এফসি গোয়ার ম্যানেজমেন্ট, এমনকি একাধিকবার অনুরোধও জানিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত রোনালদো নিজেই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, তার চুক্তিতে সৌদি আরবের বাইরে ম্যাচ বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে। ফলে এবারও তিনি সেই সুযোগ ব্যবহার করছেন।
এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এর গ্রুপপর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচেই জিতেছে আল নাসর এবং রোনালদো ছাড়াই তারা বেশ আত্মবিশ্বাসীভাবে এগোচ্ছে পরের রাউন্ডের দিকে। দেশীয় লিগে আল ফাতেহের বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার পরই তারা রওনা দিচ্ছে ভারতে। সোমবার রাতে গোয়ার দাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সৌদি ক্লাবটি। এফসি গোয়ার বিপক্ষে তাদের এটি হবে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচ।
এফসি গোয়া এই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ওমানের সাবেক এএফসি কাপজয়ী দল আল সিবকে হারিয়ে। এরপর ড্রয়ে তারা পড়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে আছে আল নাসর। ফলে শুরু থেকেই ভারতীয় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল রোনালদোকে মাঠে দেখার উত্তেজনা।
তবে রোনালদো না থাকলেও এই ম্যাচকে কেন্দ্র করে গোয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো বড় মঞ্চে ভারতের ক্লাবের বিপক্ষে সৌদি আরবের অন্যতম সফল দলকে দেখা, সেটিও বিরল অভিজ্ঞতা। আগামী বছরের বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে রোনালদো নিজের ফিটনেস ও ম্যাচ লোড নিয়ন্ত্রণে রাখছেন। তাই এ ধরনের দূর সফরে তিনি অংশ নিচ্ছেন না। তবু আল নাসর তার অনুপস্থিতিতেও ফর্মে আছে এবং গোলের পর গোল করছে।
২২ অক্টোবর গোয়ার বিপক্ষে খেলবে তারা, আর এর পর ২৮ অক্টোবর কিংস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হবে প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদের। রোনালদো না থাকলেও ভারতীয় ফুটবলপ্রেমীদের চোখ এখনো ফতোরদার দিকে, কারণ এএফসি চ্যাম্পিয়নস লিগে এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ ভারতের ক্লাবগুলোর জন্য আসে খুব কমই।
সম্পর্কিত সংবাদ
কোহলি-গিলকে ছাড়িয়ে বাবরের রেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে রোববার (১২ অক্টোবর) শুরু হওয়া প্রথম টেস্টে পাকিস্তান দলে ছিলেন সিনিয়রবিস্তারিত…

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়েবিস্তারিত…