সালমান শাহ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ আদালতের

জনপ্রিয় নায়ক সালমান শাহ এখনও বেঁচে আছেন সিনেমাপ্রেমীদের হৃদয়ে। আজও তার অভাব বোধ করে ঢালিউড। অকাল প্রয়াত এই নায়ক কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা জানতে সালমান হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সালমানের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে, হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন আদালত।

জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশো কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনার মামলা হয়নি। পোস্ট মর্টেমে উল্লেখ ছিল আত্মহত্যা। আর সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেতার। তখন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

তবে সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা দীর্ঘদিনের নিরবতা ভেঙে গতবছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ও (ইমন) মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে। ওখানে দুবারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে একবার আছে। তিনটাই আমার বিয়ের আগে। তিনটা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল। আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে। আরেকবার ওর কিছু একটা হয়েছিল, সেটার জন্যও করেছিল।’

‎৯০ দশকের গোড়ার দিকে একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রায় চার বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এরমধ্যে উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘এই ঘর এই সংসার’, ‘জীবন সংসার’, ‘অশ্রু দিয়ে লেখা’। সালমান শাহ-শাবনূর সিনেমাপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় জুটি। শাবনূর ছাড়াও সালমান শাহ স্ক্রিন শেয়ার করেছেন মৌসুমী, শাবনাজ, রোজিনার মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
  • হঠাৎ সিনেমা থেকে বাদ পড়লেন তিশা
  • জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
  • না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা
  • ব্রেন টিউমারে আক্রান্ত নায়ক ইলিয়াস কাঞ্চন
  • জুবিন গার্গের ড্রামার গ্রেফতার
  • ছবি পোস্ট করে কটাক্ষের শিকার দেব
  • Copy link
    URL has been copied successfully!