ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভার্জিনিয়া জিফ্রে নামে এক মার্কিন নারী তার লেখা একটি স্মৃতিকথায় গুরুতর অভিযোগ এনেছেন ইসরায়েলের সাবেক এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তিনি তার স্মৃতিকথায় এক অত্যন্ত ক্ষমতাশালী ‘প্রধানমন্ত্রীর’ কথাও উল্লেখ করা হয়েছে। তবে নাম উল্লেখ না করায় পরিষ্কার ভাবে জানা যায়নি আদতে কার কথা বলতে চেয়েছেন ভার্জিনিয়া।
শিশু যৌনচক্রের মূল পান্ডা জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে অজস্র অভিযোগ এনেছিলেন ভার্জিনিয়া জিফ্রে নামে ওই নির্যাতিতা। চলতি বছরেই মৃত্যু হয় তার। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভার্জিনিয়ার লেখা একটি স্মৃতিকথা। যাতে উঠে এসেছে তার আরও কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা।
বইটিতে ভার্জিনিয়া লিখে গিয়েছেন, কিশোরী অবস্থায় কোনও এক দেশের ক্ষমতাশালী ‘প্রধানমন্ত্রী’ তার উপর অকথ্য যৌন অত্যাচার চালিয়েছিলেন বহুবার। নিয়মিত মারধর, ধর্ষণ করা হতো তাকে। অত্যাচারের তীব্রতা এতটাই ছিল যে, তিনি এক সময়ে পালাতে বাধ্য হন ওই যৌনচক্র থেকে।
এর পাশাপাশি ব্রিটিশ পরিবারের সদস্য অ্যান্ড্রুর বিরুদ্ধেও নানা অভিযোগ এনেছিলেন ভার্জিনিয়া। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে শুক্রবার নিজের রাজ-উপাধি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ড্রু।
সম্পর্কিত সংবাদ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাস ও অন্য দুটি বাহনের মধ্যে সংঘর্ষেবিস্তারিত…

চীন থেকে ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের
চীনের জিউকুয়ান ‘স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম ‘হাইপারস্পেকট্রাল’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান।বিস্তারিত…