জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেন সারাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. খিজির ফাইয়াজ। দ্বিতীয় হয়েছেন এ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের শিক্ষার্থী লাবণ্য মল্লিক এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সরকারি বাংলা কলেজের দেবজ্যোতি রায় বিশাল।

এছাড়া বিজয়ী তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোয়ান অব আর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিম আতিক সিদ্দিকা এবং জবির শ্রাবণী মৃধা। এ বিষয়ে আবৃত্তি সংসদের সভাপতি আতিক মেসবাহ লগ্ন বলেন, ‘আমাদের এই সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবৃত্তি শিল্পকে তুলে ধরতে সহযোগিতা করবে।’

তিনি বলেন, ‘সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অনার্স লেভেলের কলেজগুলো থেকে শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুন রূপে দেখতে চাই।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ
  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
  • বেসরকারিতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে নতুন নিয়ম
  • চাকসুর ৪৫ শতাংশ প্রার্থীই কলা অনুষদের
  • এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড
  • সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে রিলিজ স্লিপের ফল প্রকাশ কাল
  • Copy link
    URL has been copied successfully!