পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল খাদিজার
নড়াইলে পরকীয়া প্রেমিকের ভাইয়ের লাঠির আঘাতে খাদিজা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার পিরোলী গ্রামে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কিশোর রায় ও কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ায়। এ নিয়ে স্বামীর সঙ্গে কলহের একপর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে অবস্থানকালে সোমবার (২৩ ডিসেম্বর) জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) খাদিজা মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে এলাকায় ঘটনাটি জানাজানি হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে।
সম্পর্কিত সংবাদ
রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করাবিস্তারিত…
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায়বিস্তারিত…
