‘আমরা দেশকে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চাই না’
ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম অন্তরের আবেগের বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে কেমন হবে বাংলাদেশ। বলতে চাই, আমরা দেশকে ইরান, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই না। আমরা গর্বের বাংলাদেশ বানাতে চাই।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারের কারখানা বানাতে চাই না। বেকারত্ব ঘোছাতে চাই। তাই বেকার ভাতার পরিবর্তে মর্যাদাসম্পন্ন কাজ দিতে চাই। যোগ্যদের যোগ্য মতে কাজের ব্যবস্থা করে দিতে চাই।
জামায়াত আমির বলেন, আমরা কথা দিলে কথা রাখি। ৫ আগস্টের পর কথা দিয়েছিলাম, আমরা মামলা বাণিজ্য করবো না। আমার হাজার হাজার মামলা করি নাই। আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলি নাই, তোমার নামটা ভুলে মামলায় ঢুকে গেছে, বের করতে হলে কিছু খাজনা দিতে হবে। আমরা কোনো নিরীহ ও নিরাপরাধ মানুষকে জেলের ভাত খাওয়াতে চাই না।
ডা. শফিক বলেন, রংপুরের মানুষ এত ভালো যে, নিজেদের দাবিটাও ভালোভাবে বলতে পারে না। তাই বলে আমরা সৎ ভাইয়ের আচরণ করতে পারি না। রংপুর তথা উত্তরাঞ্চল শষ্য ভাণ্ডার। তাই এগ্রোভিত্তিক কলকারখানা তৈরি করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের বিপ্লব ঘটাতে হবে। উত্তরবঙ্গ হবে কৃষি বিপ্লবের রাজধানী। এজন্য কৃষিভিত্তিক ভার্সিটি করা হবে। কলকারখানা করা হবে। বিদেশি বিনিয়োগ হবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত হোক।
জামায়াত আমির বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমরা ক্ষমতায় এসে প্রথমে ওখানে কুড়াল দিয়ে আঘাত করবো। তিস্তাকে সজিব করা হবে। তিস্তা সজীব হলে উত্তরাঞ্চলের মানুষ সজীব হবে। আমরা কথা রাখতে চাই। আমরা রাজনীতির জন্য কথা বলতে চাই না। উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো।
রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এ টিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও রংপুর-৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ অন্যান্য নেতারা।
এসময় ১০ দলীয় নির্বাচনি জোটের রংপুরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট চান।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাজনীতিকে নেশা হিসেবে গ্রহণ করিনি, কর্তব্যবিস্তারিত…
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল
নির্বাচন কমিশনের (ইসি) বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত…
