বিশ্বকাপ খেলার নিশ্চয়তা যে কারণে দিচ্ছেন না মেসি
২০২২ কাতার বিশ্বকাপকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলে ধরে নেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপ জয়ের পরও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। এরপর তিনি জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। তাই আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মেসিকে আবার দেখা যেতে পারে, এমনটাই মনে করছেন ভক্তরা।
সম্প্রতি স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি এখনো বিশ্বকাপে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘আমি চাই না দলের জন্য বোঝা হতে। আমি শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকতে চাই, যেন দলের জন্য সত্যিকারের অবদান রাখতে পারি।’
মেসি আরও বলেন, এমএলএস মৌসুম ইউরোপীয় ফুটবলের সময়সূচি থেকে ভিন্ন হওয়ায় নিয়মিত ম্যাচ খেলার সুযোগ কম থাকে। ফলে নিজেকে ফিট রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ। ‘আমি প্রতিদিন অনুভব করতে চাই, আমি কি সত্যিই আগের মতো ভালো আছি এবং সেই পর্যায়ে খেলতে পারব কি না,’ যোগ করেন তিনি।
বিশ্বকাপকে মেসি বলেছেন বিশেষ একটি আসর। “এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। জাতীয় দলের হয়ে এমন আসরে খেলা, বিশেষ করে জেতার পর, ভীষণ উচ্ছ্বাসের। তবে আমি বিষয়টি শান্তভাবেই নিচ্ছি।”
এরই মধ্যে মেসি আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন স্পেনের আলিকান্তেতে। আগামী ১৪ নভেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার। ম্যাচটি অনুষ্ঠিত হবে লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেম্ব্রো স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১০টায়।
সম্পর্কিত সংবাদ
শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
তাওহিদ হৃদয়ের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে মুহাম্মদ ওয়াসিমবিস্তারিত…
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
নারী ফুটবল লিগে আজ পাঁচটি ম্যাচ ছিল। সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যা সাতটায়বিস্তারিত…
