সাতক্ষীরায় একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

সাতক্ষীরায় একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরা হলেন, যতীন্দ্র নাথ দাশ ও ঊষা রানী দাশের ছেলে জয়দেব দাশ, বর্তমানে মোঃ আব্দুল্লাহ (৫৩)। তাঁর স্ত্রী ডলি, বর্তমানে মোছাঃ আমিনা (৪২), তাদের মেয়ে আনিকা দাশ বর্তমানে আনিকা তাসনিম (১৯) ও আনিশা দাশ, বর্তমানে আনিসা আতকিয়া (৬)।

এদের বাড়ি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা (আলিয়া মাদ্রাসা) পাড়ায়। সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তনিমা মন্ডল তনি গত ২০ আগষ্ট এফিডেভিটের প্রত্যায়িত করেন। এর আগে ২০২৪ সালের ৪ এপ্রিল উল্লিখিত আদালতে ৭৮৮ নং এফিডেভিটমূলে তাঁরা স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এফিডেভিটে তাঁরা উল্লেখ করেন যে, ইতোপূর্বে হিন্দু ধর্মালম্বী থাকায় কিছু কিছু স্থানে পূর্বের নাম জয়দেব দাস, ডলি, আনিকা দাশ ও আনিশা দাশ লিখিত রয়েছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করায় বর্তমানে সবজায় গাতেই মোঃ আব্দুল্লাহ, মোছাঃ আমিনা, আনিকা তাসনিম ও আনিসা আতকিয়া লিখিত ও ব্যবহৃত হবে। তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস ভাঙচুর
  • রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
  • টাঙ্গাইলে ত্রিমুখী গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত
  • যশোরের খাজুরায় কাভার্ডভ্যান চাপায় একজন নিহত
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৪
  • Copy link
    URL has been copied successfully!