গলায় ফাঁস দিয়ে অভিনেতার আত্মহত্যা

বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। আত্মহত্যা করেছেন মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদ। গত ২৪ অক্টোবর রাত প্রায় ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। মৃত্যুর আগে পুনের নিজ ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাঁকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিথর অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পুনের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি।

সচিন নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘জামতারা ২’-এ অভিনয় দিয়ে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আসন্ন ছবি ‘অসুরবান’। নিজের ছবি মুক্তি পাওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জামালেন তিনি। সচিনের মৃত্যুর খবরে ভাষা হারিয়েছে তাঁর অনুরাগীরা।

পুনের পারোলা থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁর আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। সচিনের পরিবার এবং ‘আসুরবান’ ছবির নির্মাতারা এখনও তাঁর মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!