মারা গেছেন জনপ্রিয় অভিনেতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ মারা গেছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সামাজিকমাধ্যমে এক পোস্টে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা জনি লিভার।

জনি তার বন্ধুর মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। সতীশ শুধু অসাধারণ অভিনেতাই নন, ছিলেন ভীষণ মানবিক একজন মানুষ।’

চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন সতীশ। জানা গেছে, কিছুদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

এদিকে অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন পরিচালক অশোক পণ্ডিত। এক পোস্টে তিনি লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু সতীশ শাহ আর নেই। কিডনি বিকল হয়ে তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’

সতীশ শাহের মরদেহ আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। আগামীকাল (২৬ অক্টোবর) সম্পন্ন হবে শেষকৃত্য।

চার দশকেরও অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘কহো না পেয়ার হ্যায়’ থেকে শুরু করে ‘ম্যায় হুঁ না’— এর মতো জনপ্রিয় ছবি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!