১৯ মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজ জয় এসেছিল ২০২৪ সালের মার্চে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর টানা চারটি ৫০ ওভারের সিরিজে পরাজয়ের মুখ দেখেছিল দলটি। অবশেষে দেড় বছর পর জয়ের ধারায় ফিরল লাল-সবুজ জার্সিধারীরা, ভাঙল টানা ব্যর্থতার ঘোর।

তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৯৬ রান তোলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সৌম্য সরকার ও সাইফ হাসান দলকে এনে দেন দারুণ সূচনা। সৌম্য ৮৬ বলে ৯১ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন, আর সাইফ খেলেন ৭২ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস। এরপর নাজমুল হোসেন শান্ত (৪৪) ও তাওহীদ হূদয় (২৮) দলকে এগিয়ে নেন মাঝের ওভারগুলোতে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন একাই নিয়েছেন ৪ উইকেট।

২৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেননি বাংলাদেশের স্পিন ত্রয়ীর সামনে। নাসুম আহমেদ ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, রিশাদ হোসেন ৯ ওভারে ৩ উইকেট শিকার করেন, তানভীর ইসলাম নেন ২ উইকেট। পুরো দলটি গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে।

পুরো সিরিজে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজসেরা হয়েছেন রিশাদ হোসেন-তিন ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, করেছেন ৬৮ রান। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘গেল কয়েক মাস আমরা ভালো ব্যাট করছিলাম না। সবাই মিলে ঠিক করেছি ইতিবাচকভাবে খেলব। সৌম্য আর সাইফ যেভাবে শুরুটা দিয়েছে, সেটাই ছিল টার্নিং পয়েন্ট। সবাই নিজের দায়িত্ব নিয়েছে, এই জয়ে পুরো দলের কৃতিত্ব।’

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে এমন ইনিংস খেলে আবেগাপ্লুত সৌম্য সরকার বলেছেন, ‘ফিরে আসাটা সহজ ছিল না। কঠোর পরিশ্রম করেছি, পরিবার আর সমর্থকদের সমর্থন পেয়েছি। এই ইনিংসটা আমার আত্মবিশ্বাস ফেরাবে।’

এই জয়ে ৫০ ওভারের ক্রিকেটে টানা চারটি সিরিজ হারার পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিরপুরে জয়গানে ভাসল মেহেদী মিরাজের দল, ফিরল পুরোনো আত্মবিশ্বাসও। এবার ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সোমবার থেকে ২০ ওভারের লড়াই গড়াবে চট্টগ্রামে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
  • বিপিএল শুরুর সময়ে পরিবর্তন
  • পদত্যাগ করলেন আনচেলত্তি
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা ফিফার, চ্যাম্পিয়ন দল পাবে কত?
  • ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন
  • বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন শোয়েব আখতার
  • Copy link
    URL has been copied successfully!