রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। এই নির্বাচনে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

নির্বাচন শুরু হয় সকাল ৯টায় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচন কমিশন জানায়, দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট পড়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিতি বেড়ে দাঁড়ায় ৬০ শতাংশে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনে মোট প্রার্থী ৯১৮ জন এবং ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন। ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি মোড়, ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন।

নির্বাচনকে ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। উভয় পক্ষ দাবি করেছে, ভোটগ্রহণে নানা অনিয়ম হয়েছে এবং কিছু হলে তাদের প্রতিনিধিদের বাধার মুখে পড়তে হয়েছে। তবে কোনো দল নির্বাচন বর্জন করেনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বৃদ্ধি
  • জবি খোলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জনকে সুপারিশ
  • Copy link
    URL has been copied successfully!