ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
ডেস্ক নিউজ :: ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে সাতক্ষীরা যশোর মহাসড়কে এ মানববন্ধন করেছে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক। নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকেরই ভুয়া সার্টিফিকেট ছিল। এতে করে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির।
এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়ম-নীতি অমান্য করে অবৈধভাবে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের কে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছিল।
তারা দাবি করেন, নিয়োগ প্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ ও দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন; যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার সৃষ্টি করে। বক্তারা তাদের অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও জানান, ইসলামী ব্যাংককে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বহিষ্কার করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে এস আলমকে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে আটক করার পাশাপাশি পাচার করা অর্থ উদ্ধার করতে হবে।
এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সম্পর্কিত সংবাদ
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায়বিস্তারিত…
খুলনায় নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাট এলাকার রূপসা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করাবিস্তারিত…
