যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার রাতে ঘটেছে এ ঘটনা। দু’টি উড়োজাহাজই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে লা গুয়ারিদা বিমানবন্দরে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে এসেছিল এবং সেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫৭ জন।

প্রায় একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি। তবে তখনও সেটি রানওয়েতেই ছিল।

সেই রানওয়েতেই মুখোমুখী সংঘর্ষ ঘটে ৫১৫৫ এবং ৫০৪৭ নম্বর উড়োজাহাজের। এ সময় ৫০৪৭ নম্বর বিমানটির একটি ডানার আঘাতে ৫১৫৫ নম্বর উড়োজাহাজের ককপিটের একটি জানালা ভেঙে যায়, ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে।

আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশ বিরল। এক বিবৃতিতে লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু’টি বিমানের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সূত্র : সিএনএন

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার নিচ্ছেন ট্রাম্প
  • ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
  • গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাজ্যের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ
  • মহান বিজয় দিবস পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
  • জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  • চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  • Copy link
    URL has been copied successfully!