বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। তার আগে ১ অক্টোবর (বুধবার) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ দিন সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন বেশ কয়েকজন প্রার্থী।
সাবেক জাতীয় দলপতি তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী মীর হেলাল উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আসিফ আকবরের বিজয়ে আর কোনো বাধা থাকে না।
এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি হলেন আহসান ইকবাল চৌধুরী। সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচন ঘিরে চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন পড়েনি।
সম্পর্কিত সংবাদ
শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
তাওহিদ হৃদয়ের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে মুহাম্মদ ওয়াসিমবিস্তারিত…
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
নারী ফুটবল লিগে আজ পাঁচটি ম্যাচ ছিল। সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যা সাতটায়বিস্তারিত…
