এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি বছর সারাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি জানান, পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে, তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নজরে রেখেছে এবং কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কোনো ভয় বা শঙ্কার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উসকানি দেওয়ার চেষ্টা করছে, তবে আমরা সতর্ক আছি। কোথাও কোনো সমস্যা হবে না।

তিনি জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, পূজামণ্ডপগুলোতে ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে আরও এক লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যার মধ্যে সশস্ত্র বাহিনীও রয়েছে, তারা মাঠে রয়েছে।

গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা তৎপর ও সক্রিয়।

পূজাকে ঘিরে অতীতে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গ সামনে রেখে তিনি বলেন, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। কোথাও বিশৃঙ্খলার সুযোগ নেই।

এ সময় পার্বত্য এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • গুম থেকে জীবিত ফেরা ৭৫ শতাংশই জামায়াত-শিবিরের: গুম কমিশন
  • খালেদা জিয়া ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা
  • আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
  • জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • ভোটের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি
  • দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
  • ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন
  • হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি
  • Copy link
    URL has been copied successfully!