জুবিন গার্গের ড্রামার গ্রেফতার

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাঁকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। সর্বপ্রথম গুয়াহাটির এক আইনজীবী নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজকদের বিরুদ্ধ গাফিলতির অভিযোগে একটি মামলা করেন।

পরে জুবিনের সহকারী এবং ব্যান্ড দলের ড্রামারের বিরুদ্ধে একাধিক মামলা হয়। ফলে জুবিনের দ্বিতীয়বার ময়নাতদন্তে করা হয়। বর্তমানে নানা অভিযোগ সামনে রেখে তদন্ত কর্যাক্রম চালাচ্ছে ভারতের আসাম রাজ্যের সিআইডি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জুবিন পানিতে নেমেছিলেন, কিন্তু আর ফেরা হয়নি।

তদন্ত এখানেই থেমে নেই। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিআইডি। ভারতীয় গণমাধ্যমের একটি সূত্র নিশ্চিত করেছে, খুব শিগগিরিই তাঁদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। পাশাপাশি সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত রোববার আসামে পৌঁছায় জ়ুবিনের দেহ। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পথে নামেন হাজারো অনুরাগী। সোমবারও প্রায় একই চিত্র দেখা যায় সরুসজাই স্টেডিয়ামে। অগণিত মানুষের মাঝে এ দিন নিয়ে আসা হয় জ়ুবিনের চার পোষ্য কুকুরকেও। মঙ্গলবার বেলা ১২টা থেকে ধর্মীয় রীতিনীতি মেনে শেষকৃত্যে সম্পন্ন করা হয়।

গেল ২০ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!