উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
 
			উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই সরকারি কোম্পানি এবং পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করা এবং ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর নির্বিচারে আক্রমণ রোধ করা।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে। অস্ত্র বাণিজ্যের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)।
পররাষ্ট্র দফতরের বিবৃতি অনুসারে, রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড, সেটির পরিচালক অউং কো কো উ , দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং-এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়, কোমিড, যা ২২১ জেনারেল ব্যুরো নামেও পরিচিত, উত্তর কোরিয়ার প্রাথমিক অস্ত্র ব্যবসায়ী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত সরঞ্জাম রফতানিকারক হিসেবে কাজ করে। তারা মিয়ানমার বিমান বাহিনীকে জন্য দুই ধরণের আকাশ বোমা নির্দেশিকা কিট, বোমা এবং আকাশে পর্যবেক্ষণ সরঞ্জাম বিক্রি করে আসছে।
বিবৃতিতে বলা হয়েছে, পঞ্চম ব্যক্তি- ন্যাম চোল উং যিনি দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ব্যবসার নেটওয়ার্কের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার এবং উত্তর কোরিয়ার প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য মনোনীত করা হয়েছে। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে কয়েক বছর আগেই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য সরাসরি হুমকি।’
রয়টার্স জানিয়য়েছে, মিয়ানমারের সংস্থা এবং ব্যক্তিদের সাথে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি অফিস এবং ওয়াশিংটনে মিয়ানমারের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: রয়টার্স
সম্পর্কিত সংবাদ
 
	সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…
 
	থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ওবিস্তারিত…





