ছবি পোস্ট করে কটাক্ষের শিকার দেব

চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পাবে ওপার বাংলার অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। বছর দুয়েক আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এই সিনেমার। এমনকী, ছবির ফার্স্ট লুকও এসেছিল প্রকাশ্যে। আর তারপরই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’ শুরু হয়েছে। এই কার্নিভালে দেব তার পুরো টিম নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন।

এর মাঝে ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দেব। ‘রঘু ডাকাত’ সিনেমার একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে চোখ বন্ধ করে হাত জোর করে ‘রঘু ডাকাত’-এর বেশে দাঁড়িয়ে দেব।

আর এই ছবিটি তিনি মঙ্গলবার পোস্ট করেন। তার আগের রাতে পাঁচ ঘন্টা টানা প্রবল বৃষ্টির পানি জমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জনজীবন দারুণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই সময় এই ছবি দেখে নেটিজেনরা নানা ভাবে কটাক্ষ করেন দেব।

এক ব্যক্তি ঘাটালের বন্যার প্রসঙ্গ টেনে দেবকে কটাক্ষ করে লেখেন, ‘ঘাটালের জলে ভেসে উঠল কুমির।’ আর একজন লেখেন, ‘ঠিক দিনে ঠিক জিনিস দিয়েছে।’ আর এক ব্যক্তি লেখেন, ‘ঠিক সময় পোস্টটা। একদম ভালো দিনে পোস্টটা হয়েছে। কলকাতা নামক ভেনিস শহরে গা ভেজালেন রঘু ডাকাত।’

আর এক নেটিজেন লেখেন, ‘রঘু ডাকাত কলকাতার বর্তমান পরিস্থিতিতে একটু স্নান করে নিচ্ছে।’ আর নেটিজেন বেশ বিরক্ত হয়ে লেখেন, ‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!