যেখানে অনিয়ম, সেখানে আমরা ধরিয়ে দেব: ক্যাব সভাপতি
ভোক্তাদের নানাভাবে ঠকানো হচ্ছে জানিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘যৌক্তিক দামের চেয়ে দাম বেশি রাখা হয়। যেখানে অনিয়ম হবে, সেখানে আমরা ধরিয়ে দেব। সরকারের সহযোগী হিসেবে কাজ করব।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সফিকুজ্জামান বলেন, ‘৩১ বছর সরকারি চাকরি করেছি। এখন অবসরের ছুটি কাটাচ্ছি। দীর্ঘ চাকরি জীবনের পর এখন তো অবসরে বসে থাকা যায় না, বসে থাকতে ভালো লাগবে না। অবসর সময়ে কিছু করার ইচ্ছা ছিল।’
তিনি বলেন, ‘অন্যান্য সরকারি চাকরিজীবীদের কেউ কেউ করপোরেট প্রতিষ্ঠানে কাজ করেন। আমিও চাইলে করপোরেট প্রতিষ্ঠানে কাজ করতে পারতাম। তাতে এতো মানুষের জন্য কাজ করার সুযোগ হতো না। এ জন্য আমি ক্যাবে যোগদান করেছি।’
সাবেক সচিব বলেন, ‘ক্যাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি ১৯৭৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। ভোক্তাদের নিয়ে কথা বলে আসছে এই সংগঠন। দেশের ১৮ কোটি মানুষের অধিকার নিয়ে কাজ করছে।’
সফিকুজ্জামান বলেন, ‘ক্যাব ভালো করলে জনগণের ভালো হবে। পণ্যের দাম সঠিকভাবে ভোক্তাদের কাছ থেকে বিক্রেতারা নিচ্ছে কি না, নাকি ভোক্তাদের ঠকানো হচ্ছে- এসব নিয়ে আমরা কাজ করব। ক্যাব স্বর্ণের বাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় তেল, নুন, চাল, ডাল ও মাছ বাজার সব জায়গায় কাজ করবে।’
তিনি বলেন, ‘কৃষি ঋণ বিতরণ হয় সিন্ডিকেটের মাধ্যমে। সরাসরি কৃষকরা ঋণ পাচ্ছে না। উচ্চমূল্য সুদে ঋণ নিতে হচ্ছে কৃষককে। এতে বিপাকে পড়েন তারা। সরাসরি ঋণ দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কৃষকদের স্বাক্ষরও জাল করা হয়।’
সফিকুজ্জামান আরও বলেন, ‘কোনো পণ্য ১০০ টাকা দাম হলে কৃষক পায় ৩০ টাকা। বাকি ৭০ টাকা কোথায় যায়, মধ্যস্বত্ত্বভোগীরা খায় আর পথে পথে এই টাকা যায়। ১০০ টাকার পণ্যে অন্তত ৬০ কৃষক পেলে হতো, তাতে কৃষক উৎসাহ পেত।’
এসময় ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়াসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে স্বর্ণের দামবিস্তারিত…
সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
দেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। সোমবারবিস্তারিত…
