স্বর্ণের দামে ফের নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। সবথেকে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম তিন হাজার ৬৭৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে বাজুস। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, যা এতদিন ছিল ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ১৪২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা ছিল।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের কাছাকাছি
  • রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
  • প্রথম দিনেই ১০ হাজারের বেশি অনলাইনে রিটার্ন দাখিল
  • ২০২৫ এর তৃতীয় প্রান্তিকে ভিসার আয় বেড়েছে ১০.২ বিলিয়ন ডলার
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
  • Copy link
    URL has been copied successfully!