জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে রিলিজ স্লিপের ফল প্রকাশ কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে ফল আগামীকাল (সোমবার) বিকেল চারটায় প্রকাশিত হবে।

ফলাফল SMS (nuathnroll no) টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী সই করা স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে বলা হয়, প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।

রিলিজ স্লিপ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক (অনার্স) ভর্তি প্রক্রিয়ায় এমন একটি সুযোগ, যেখানে শিক্ষার্থীরা পছন্দের কলেজগুলোতে নতুনভাবে বিষয় পছন্দের মাধ্যমে আবেদন করতে পারে।

যারা প্রথমবার চান্স পায়নি, চান্স পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, তারা এই রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির শেষ সুযোগ পায়, যেখানে তারা তাদের পছন্দের পাঁচটি কলেজে নতুন সাবজেক্ট পছন্দ করে আবেদন করতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
  • ডাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
  • ডাকসু নির্বাচন: ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১১০৯টি মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
  • ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
  • ডাকসু মনোনয়ন বিতরণ ও গ্রহণের সময় এক দিন বাড়ল
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্বাস্থ্য বিমা, সুবিধা পাবেন যারা
  • Copy link
    URL has been copied successfully!