ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩ আগস্ট) এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাকে আগামী ৩০ জুলাই ২০২৮ সাল পর্যন্ত এই দায়িত্বে নিয়োগের অনুমোদন দেয়।

এর আগে, ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের আহ্বানে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নিয়েছিলেন ওমর ফারুক খান। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা।

ব্যাংকিং খাতে ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওমর ফারুক খান ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, বিভিন্ন বিভাগ, অঞ্চল ও শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ওমর ফারুক ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগে ব্যাংকটির ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আসছে ৫০০ টাকার নতুন নোট
  • বাড়ল জ্বালানি তেলের দাম
  • দেশের বাজারে কোন স্বর্ণ কী দামে বিক্রি হচ্ছে
  • গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ
  • শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ভূখণ্ড না ছাড়ার শর্ত
  • এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
  • সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
  • ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি দেবে ইজাকায়া
  • Copy link
    URL has been copied successfully!