কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেয়েছেন ব্রাজিল তারকা

বার্সেলোনার নাইটক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। আজ (শুক্রবার) তিনি সেই মামলা থেকে খালাস পেয়েছেন। আলভেজের বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায়ে ‘অসঙ্গতি ও সাংঘর্ষিক তথ্য’ আছে ‍উল্লেখ করে ভুক্তভোগী তরুণীর স্বাক্ষ্য যথেষ্ট নয় বলে নতুন রায় দিয়েছেন কাতালোনিয়ার সর্বোচ্চ আদালত।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রাজিল ও সাবেক বার্সা তারকার বিরুদ্ধে রায় দেন কাতালোনিয়ার একটি নিম্ন আদালত। পরের মাসেই (মার্চ) তিনি আপিল করেন এবং ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন পান কারাগার থেকে। তিন দিনের শুনানি শেষে আজ নতুন করে রায় দিয়েছেন আপিল বিভাগ। যেখানে ওই তরুণীর স্বাক্ষ্যে ঘাটতি আছে দাবি করা হয়। একইসঙ্গে নির্দোষ হিসেবে সাব্যস্ত হন আলভেজ।

মামলা পরিচালনাকারী সুপ্রিম কোর্টের তিন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ‘উচ্চ আদালত আগের রায়ে অনেক ফাঁকফোকর, অসম্পূর্ণতা, অসঙ্গতি ও সাংঘর্ষিক বিষয় পেয়েছেন। যার ভিত্তিতে বিচারিক মূল্যায়ন এবং পরিণতির পথে হেঁটেছে তারা।’ এ ছাড়া ‘যথেষ্ট তথ্যপ্রমাণ’ না থাকায় আলভেজ অপরাধ করেছেন বলে মনে হয়নি তাদের, সে কারণে মামলার কার্যক্রম শেষের ঘোষণা দিয়েছেন আদালত।

৪০ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার ছিল অনেক বর্ণাঢ্য। ট্রফিতে মোড়ানো তার ক্লাব ফুটবল। তবে ক্যারিয়ারের একেবারে শেষদিকে এসে ২০২২ সালের ৩১ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে স্পেনের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। কয়েক বছর ধরে চলা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ভিত্তিতে তাকে কঠিন শাস্তি দেয় নিম্ন আদালত। এর আগে তাকে ১৪ মাস কারাগারে কাটাতে হয়েছে।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটিতে স্পেনের বার্সেলোনাতেই ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েন আলভেজ। পরবর্তীতে সেই ভুক্তভোগী এই তারকা ডিফেন্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। যার প্রেক্ষিতে আলভেজও ‍জানান– দুজনের দেখা হয় টয়লেটে। তবে সেখানে কিছুই ঘটেনি। পরবর্তীতে অবশ্য সেই মত পাল্টে ৪০ বছর বয়সী এই তারকা জানান, ‘আমরা উভয়েই নিজেদের মতো করে সময়টা উপভোগ করেছি!’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
  • বিপিএল শুরুর সময়ে পরিবর্তন
  • পদত্যাগ করলেন আনচেলত্তি
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা ফিফার, চ্যাম্পিয়ন দল পাবে কত?
  • ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন
  • বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন শোয়েব আখতার
  • Copy link
    URL has been copied successfully!