বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে এই সময়।

আইপিএল নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে তার জন্য আবারো সময় বের করা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জন্য বেশ কঠিন কাজ। তাই আইপিএলকে নতুন করে সময় বের করে দিতে বাতিল হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ। একই সঙ্গে এশিয়া কাপ আয়োজনও স্থগিত করতে পারে ভারত।

আগামী অগাস্টে বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজন করবে না ভারত, বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, আন্তর্জাতিক সূচি বাতিল করে সেই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই। একই প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, অগাস্টের আগে আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না বিসিসিআই।

এদিকে ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী ১৩ অগাস্ট ঢাকায় আসার কথা ভারতের।

প্রথম ওয়ানডে ১৭ অগাস্ট মিরপুরে, পরেরটি একই ভেন্যুতে ২০ অগাস্ট। দুই দল এরপর চলে যাবে চট্টগ্রামে। সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৩ অগাস্ট। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও চট্টগ্রামে, ২৬ অগাস্ট। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ২৯ ও ৩১ অগাস্ট।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রথমবার পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
  • ৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানইউ
  • নতুন অধিনায়ক পেল বাংলাদেশ ক্রিকেট দল, পাকিস্তান সিরিজের দল ঘোষণা
  • ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা
  • বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত
  • ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের
  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • Copy link
    URL has been copied successfully!