নিজ দেশের স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত

স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াইর’-এর অ্যাকসেস বন্ধ করে দিয়েছে ভারত সরকার। গণমাধ্যমটি তাদের সামাজিক মাধ্যমে শুক্রবার (৯ মে) একটি ফেসবুকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে পুরো ভারতজুড়ে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ভারতের মানুষ আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এরমধ্যে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে অসংখ্য ভুল তথ্য ও গুজব প্রচার করেছে। তার মধ্যেই দ্য ওয়াইর এর অ্যাকসেস বন্ধ করল দেশটির সরকার।
বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, দ্য ওয়াইরে প্রিয় পাঠকবৃন্দ, সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন করে, ভারত সরকার ভারতজুড়ে আমাদের অ্যাকসেস বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বলছেন যে “আইটি আইন, ২০০০ এর অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আমাদের ব্লক করা হয়েছে। ভারতের এমন সংকটময় সময়ে আমরা এই ন্যাক্কারজনক সেন্সরশিপের প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে তারা আরও বলেছে, “আমরা এই স্বেচ্ছাচারী এবং ব্যাখ্যাতীত পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে গত ১০ বছর ধরে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং এই সময়ে আমাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পাঠকদের কাছে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে পিছ পা হব না।”
সম্পর্কিত সংবাদ

শুধুমাত্র ইসরায়েল ছাড়া ভারতের পাশে আজ কেউ নেই : পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে আজ কোনও দেশ নেই, শুধুমাত্র ইসরায়েল ছাড়া।বিস্তারিত…

ইসরায়েলি ২৫ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
ইসরায়েলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সশস্ত্রবিস্তারিত…