প্রথমবার পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে তিনি।
ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। তিনি চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে।
ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি পর্তুগিজ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এর আগে রোনালদো তার ছেলের সঙ্গে সুযোগ হলে খেলতে চান বলে উল্লেখ করেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করবো। আমি এই স্বপ্নে ঘুম নষ্ট করছি না, তবে এটা হলে ভালোই লাগবে। সবকিছু নির্ভর জুনিয়র কেমন খেলছে তার ওপর।’
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। ক্রিশ্চিয়ানো জুনিয়রও আছে এই সৌদি ক্লাবের একাডেমিতে। সেখানে প্রতিভার স্বাক্ষর রাখায় তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ

৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানইউ
দারুণ এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। নিজেদের মাঠবিস্তারিত…

নতুন অধিনায়ক পেল বাংলাদেশ ক্রিকেট দল, পাকিস্তান সিরিজের দল ঘোষণা
চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেবিস্তারিত…