দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এবার নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন এবার এমন একটি নির্বাচন করতে চায়, যেখানে ভোটাররা আস্থা রাখতে পারেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগের মতো দিনের ভোট রাতে হয়ে যাওয়ার আশঙ্কা এবার নেই।
সোমবার (৫ মে) ময়মনসিংহে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এই আলোচনা হয়। সভাটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে।
সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। রাজনৈতিক বির্তকে জড়াবে না। প্রতিটি সিদ্ধান্ত কমিশনের সম্মিলিত মতেই নেওয়া হচ্ছে। কারও একক সিদ্ধান্তে কিছু হচ্ছে না।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, এ দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। নির্বাচন কমিশনের সেখানে কোনো ভূমিকা নেই।
নাসির উদ্দীন আশ্বস্ত করেন, দেশের মানুষ যেন ভোট দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশে—এটাই এখন কমিশনের সবচেয়ে বড় লক্ষ্য।
সম্পর্কিত সংবাদ

আজ মহান মে দিবস
আজ বৃহস্পতিবার, ১ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস, যা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেওবিস্তারিত…

স্বৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়েবিস্তারিত…