বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত

কানাডার সময় আজ সকাল দশটায় টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত সোম। বাংলাদেশের কনস্যুলার অফিসের কর্মকর্তারা সামিতকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বায়োমেট্রিক, ছবি তোলাসহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যে করে দিয়েছেন।

দুই দশকের বেশি সময় বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা করা আবু সাদাত এখন কানাডা প্রবাসী। সামিতের আগমন উপলক্ষ্যে তিনি আজ টরেন্টোর কনস্যুলার অফিসে গিয়েছিলেন। সামিতের পাসপোর্ট প্রক্রিয়া সম্পর্কে কনস্যুলার অফিসের সঙ্গে আলাপ করে সাদাত টরেন্টো থেকে বলেন, ‘কানাডায় সামিতের আবেদন সম্পন্ন হয়েছে। পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি এখন বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় আসবে।’

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ১১ এপ্রিল। এরপর বাফুফে তার বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদ করেছে। জন্ম সনদ হওয়ার সপ্তাহ খানেক পর সামিত পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সামিতের ক্লাবের আজ টরেন্টোতে ম্যাচ রয়েছে। রাতে ম্যাচ খেলার আগে সকালে তিনি পাসপোর্ট আবেদনের কাজ শেষ করলেন।

বাংলাদেশের জন্মনিবন্ধন ও সামিত বাংলাদেশের হয়ে খেলতে চান এই ডিক্লিয়ারেশনের উপর ভর করে কানাডা ফুটবল ফেডারশেনের কাছে ছাড়পত্র চায় বাফুফে। সেই অনাপত্তিপত্রও এসেছে গতকাল। এখন পাসপোর্ট হওয়ার পর সকল ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো বাধা থাকবে না সামিতের।

হামজা চৌধুরির ফিফা ক্লিয়ারেন্স পেতে চার মাস অপক্ষো করতে হয়েছিল বাফুফেকে। সামিতকে ১০ জুনের ম্যাচ খেলতে হলে ৩ জুনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। কারণ ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় এএফসি পোর্টালে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • একদিনে দুই জয় বাংলাদেশের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
  • মালয়েশিয়ায় বাংলাদেশি সাঁতারু রাফির স্বর্ণজয়
  • Copy link
    URL has been copied successfully!