একদিনে দুই জয় বাংলাদেশের

সিলেটে বাজেভাবে হারের পর চট্টগ্রাম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে তিন দিনেই ইনিংস ব্যবধানে হারিয়েছে শান্ত-মিরাজরা। বড়দের জয়ের দিনে শ্রীলঙ্কায় জয় তুলে নিয়েছে যুবারাও।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

আজ (বুধবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান।

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান।

রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক লঙ্কানরা। দলীয় ৫১ রানেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। আবারও বৃষ্টি হানা দেওয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

যুবা টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম। এই জয়ে ছয় ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
  • মালয়েশিয়ায় বাংলাদেশি সাঁতারু রাফির স্বর্ণজয়
  • প্রতিবাদ করায় এবার প্রাণনাশের হুমকি গম্ভীরকে
  • Copy link
    URL has been copied successfully!