সবাইকে নিয়ে ফুলের বাগান গড়তে চান জামায়াতের আমির

সব ধর্মের মানুষকে নিয়ে ফুলের বাগান বানানোর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকায় পর্যটন ভবনে কমিটি ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিএডিএফ) আয়োজনে “সামাজিক সংহতি: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি এ আশা ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যদি কখনো ক্ষমতায় যাই চেষ্টা করব, সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে সম্প্রীতির বাংলাদেশ গড়তে। সবাইকে নিয়ে ফুলের বাংলাদেশ গড়তে চাই। ফুল সবসময় সুগন্ধ ছড়ায়। সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমরা পারতে চাই, হারতে চাই না।’
তিনি বলেন, আমরা যেন সবাই মিলে মানবিক সমাজ গড়তে পারি। সবাই সবাইকে শ্রদ্ধা করবে এবং সম্মান করবে। কারও ভুল হলে সংশোধন করিয়ে দেব। ছোটবেলা থেকে চেষ্টা করেছি মানুষকে মানুষ ভাবতে।
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা কী একদিনও দেখেছি যাদের পরিশ্রমে সমাজের চাকা চলে তাদের দিকে, শ্রমিকদেরকে গুরুত্ব দেয়া উচিত। ছোট বাংলাদেশ, এই দেশে বিপুল জনসংখ্যা। এই জনসম্পদ কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক, আর্চ বিশপ ক্যাথলিক বিজয় এন ডিক্রুজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ

স্থানীয় নির্বাচন আগে হলে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচারবিস্তারিত…

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। এখনওবিস্তারিত…