নির্বাচনের তারিখ ঘোষণা করল সিঙ্গাপুর

দক্ষিণপূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরের আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩ মে নির্বাচন হবে দেশটিতে।

নির্বাচনে প্রচার-প্রচারণা করার জন্য ৯ দিন সময় পাবেন প্রার্থীরা। এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, আবাসন, চাকরি, স্বাস্থ্যসেবা ও বয়স্ক লোকজনের নিরাপত্তার মতো ইস্যুগুলো মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।

সিঙ্গাপুরের বৃহত্তম রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ)। ১৯৫৯ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে দলটি। এবারের নির্বাচনেও প্যাপের জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ। তবে প্রশ্ন হলো বিরোধীদের সঙ্গে জয়ের ব্যবধান নিয়ে।

গত প্রায় ১ যুগ ধরে ধীর গতিতে হলেও সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ১০টি আসন জিতেছিল বিরোধীরা যা দেশটির রাজনৈতিক ইতিহাসের একটি রেকর্ড। এর আগে কখনও কোনো নির্বাচনে আসন জয়ের ক্ষেত্রে দু’অঙ্ক ছুঁতে পারেনি প্যাপবিরোধীরা।

তাছাড়া এবারের নির্বাচন সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের জন্যও একটি বড় পরীক্ষা। কারণ, ২০২৪ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং পদত্যাগ করার পর এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকার চালাচ্ছিলেন লরেন্স। এবার প্রধানমন্ত্রী হতে চাইলে তাকে নির্বাচনে প্রার্থী হতেই হবে।

১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত গত ৬০ বছরে মাত্র ৪ জন প্রধানমন্ত্রী পেয়েছে সিঙ্গাপুর। এই প্রধানমন্ত্রীরা সবাই ক্ষমতাসীন দল প্যাপের নেতা ছিলেন। সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার রেকর্ড সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং এর পিতা লি কুয়ান ইউ-এর। টানা ২৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ সিঙ্গাপুরের আয়তন ৭৩৫ দশমিক ৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার। দেশটিতে ভোটারের সংখ্যা ২৭ লাখ ৫০ হাজার। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ভোটার।

সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম পার্লামেন্ট সিঙ্গাপুর এবং এর আসনসংখ্যা ১০৪টি। আইন অনুযায়ী, কোনো নাগরিক যদি প্রার্থী হতে চান— তাহলে তাকে নির্বাচন কমিশনে জামানত হিসেবে ১৩ হাজার ৫০০ সিঙ্গাপুরী ডলার (৯ হাজার ৭০০ ডলার) জমা দিতে হয়। যদি ওই প্রার্থী তার নির্বাচনী এলাকার এক অষ্টমাংশেরও কম ভোট পান, তাহলে জামানতের অর্থ বাজেয়াপ্ত করে নেয় নির্বাচন কমিশন।

সূত্র : বিবিসি

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইসরায়েলে ফের দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা
  • ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
  • এবার ইউরোপের দেশেও কোকাকোলা বর্জনের ডাক
  • গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের
  • পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
  • ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
  • থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
  • Copy link
    URL has been copied successfully!