আইসিসির মার্চের সেরা আইয়ার

প্রতি মাসের সেরা ক্রিকেটারদের আলাদাভাবে পুরষ্কার প্রদান করে থাকে আইসিসি। আজ আইসিসি মার্চ মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে নিউজিল্যান্ডের তারকা রাচিন রবীন্দ্র ও তার সতীর্থ জ্যাকব ডাফিকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন শ্রেয়াস আইয়ার।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে অন্যতম মুখ্য ভূমিকা ছিল শ্রেয়াস আইয়ারের। যার স্বীকৃতি পেয়েছেন আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আইয়ার। তুলেছেন ২৪৩ রান। আইয়ারের এই পুরস্কারে ব্যাক টু ব্যাক মাসসেরার স্বীকৃতি পেয়েছে ভারত। ফেব্রুয়ারিতে সেরা হয়েছিলেন শুবমান গিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে মুখ্য ভূমিকা রেখেছেন আইয়ার। মার্চে তিন ম্যাচে ৫৭.৩৩ গড়ে তুলেছেন ১৭২ রান। স্ট্রাইক রেট ছিল ৭৭.৪৭। তার মধ্যে ছিল দর্শনীয় কিছু ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলেছেন ৭৯ রানের ইনিংস। পরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ বলে ৪৫ ও ফাইনালে কিউইদের বিপক্ষে খেলেছেন ৪৮ রানের কার্যকরী ইনিংস। গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরার সঙ্গে জুটি গড়ার সামর্থ্য ভারতকে শিরোপা জিততে সহায়তা করেছে।

মাসসেরা হয়ে আইয়ার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি সত্যিকার অর্থেই নিজেকে সম্মানিত মনে করছি। এই স্বীকৃতি আমার জন্য অবিশ্বাস্যরকমের বিশেষ কিছু। এমনটা পেলাম সেই মাসে,যেবার আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। এই মুহূর্তটি আমি আজীবন মনে রাখবো।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের
  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • একদিনে দুই জয় বাংলাদেশের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
  • মালয়েশিয়ায় বাংলাদেশি সাঁতারু রাফির স্বর্ণজয়
  • Copy link
    URL has been copied successfully!