সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ

ওমরাহ করতে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে আর কেউ প্রবেশ করতে পারবেন না। দেশটি হজের প্রস্তুতি শুরু করবে। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। সৌদি আগেই ঘোষণা দিয়েছিল ১৫ শাওয়াল ও ১৩ এপ্রিল থেকে ওমরাহ যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ হয়ে যাবে।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববারই বিদেশি ওমরাহ যাত্রীরা প্রবেশ করতে পারবেন। এরপর যারা ওমরাহ করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপরদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে জানিয়েছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া ওমরাi যাত্রীদের নিজ দেশে ফেরতের বিষয়টি নিশ্চিতের প্রতিবেদন দাখিল করতে পারবে না তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে। যা পরিস্থিতি অনুযায়ী কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।
এছাড়া ওমরাহ যাত্রীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। এই সময় শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে বলে জানিয়েছে তারা।
সৌদি আরবের এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনও ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। সূত্র: গালফ নিউজ
সম্পর্কিত সংবাদ

ইসরায়েলে ফের দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা
দখলদার ইসরায়েলের রামলি শহরে দাবানলের সৃষ্টি হয়েছে। যা এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। শুক্রবারবিস্তারিত…

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামেবিস্তারিত…