ফিলিস্তিনি সংকটের সমাধান ছাড়া শান্তি অসম্ভব: সিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার রাজধানী কায়রোতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও জানিয়েছেন তিনি। আল-সিসি বলেছেন, ‘‘আমরা এই বিষয়েও ঐকমত্য হয়েছি যে, ফিলিস্তিনিদের নিজ জন্মভূমি থেকে জোর করে স্থানান্তরিত করার জন্য যে কোনও আহ্বান অগ্রহণযোগ্য।’’

মিসরে গাজা পুনর্নির্মাণবিষয়ক একটি সম্মেলন আয়োজন করা নিয়েও উভয় নেতা আলোচনা করেছেন বলে জানিয়েছেন সিসি। মিসরের এই প্রেসিডেন্ট বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে জোর দিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি অমীমাংসিত স্বার্থের সমাধান হবে না এবং ফিলিস্তিনি জনগণ হিংস্র যুদ্ধের পরিণতির মুখোমুখি হতে থাকবে, ততক্ষণ
পর্যন্ত দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সুদূরপ্রসারী থাকবে; যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্থিতিশীল এবং সুরক্ষিত ভবিষ্যতের অধিকার থেকে বঞ্চিত করবে।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা হামাস অথবা ইসরায়েল কেউই শাসন করবে না বলে মন্তব্য করেছেন এমানুয়েল ম্যাক্রোঁ। যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় ফ্রান্স। ইসরায়েলি বন্দিদের নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।

ফরাসি এই প্রেসিডেন্ট বলেন,‘‘আমরা গাজা-সহ নিজ জমি থেকে যে কোনও মানুষের জোরপূর্বক স্থানান্তরের পাশাপাশি গাজা উপত্যকা কিংবা পশ্চিম তীরে দখলের বিরুদ্ধে দাঁড়াই।’’

তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং ইসরায়েল-সহ ওই অঞ্চলের পুরো নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি তৈরি করে।

ম্যাক্রোঁ বলেন, গাজা পুনরায় গড়ে তোলার জন্য গত ৪ মার্চ আরব দেশগুলোর প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সমর্থন জানায় ফ্রান্স। তিনি বলেন, এটি গাজার প্রতি বাস্তবসম্মত সমর্থন এবং গাজা উপত্যকায় নতুন প্রশাসনের পথ সুগম করবে। গাজার যে কোনও ধরনের শাসন কাঠামোর অংশ হবে না হামাস। এমনকি ইসরায়েলও হতে পারবে না।

সূত্র: আল জাজিরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইসরায়েলে ফের দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা
  • ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
  • এবার ইউরোপের দেশেও কোকাকোলা বর্জনের ডাক
  • গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের
  • পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
  • ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
  • থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
  • Copy link
    URL has been copied successfully!