হজে যাওয়ার সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এখন থেকে ১৫ বছরের কম বয়সী কেউ পবিত্র হজ পালনে যেতে পারবে না। অর্থাৎ হজে যেতে চাইলে সর্বনিম্ন বয়স ১৫ বছর হতে হবে। শিশুদের সুস্থতা ও নিরাপত্তা বিবেচনায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন এ বয়স নির্ধারণ করেছে। আর এই বয়সসীমা হজযাত্রীর পাসপোর্টের জন্মতারিখ থেকে ধরা হবে।

বুধবার (১২ মার্চ) উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ (পনেরো) বছর নির্ধারণ করেছে। যা হজযাত্রীর পাসপোর্ট এর জন্ম তারিখ থেকে ধরা হবে।

এতে আরও বলা হয়, চলতি বছর সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়া, ১৫ বৎসর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। বিষয়টি জরুরি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হজের সফরে মক্কা পৌঁছা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া
  • মুসলিম নারীর পর্দা ও পোশাক
  • এবার হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ২০ ভাষায়
  • হজে যেসব ভুল থেকে সতর্কতা কাম্য
  • বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
  • ঈমান হারানোর মহামারি নিয়ে যা বলেছেন নবীজি
  • রাতে ঘুম না এলে যে দোয়া পড়তেন নবীজি
  • দাজ্জালের প্রভাবমুক্ত থাকবে যে ৪ মসজিদ
  • Copy link
    URL has been copied successfully!