ওমেন্স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার ‘হ্যাটট্রিক’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ১০টি দল নিয়ে হয়েছে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আগের দুই আসরের পর ২০২২-২৫ চক্রের এই চ্যাম্পিয়নশিপ দিয়ে হ্যাটট্রিক ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ফরম্যাটটিতে অজি মেয়েরা সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় ওমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো সফর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত ২৪ জানুয়ারি শেষ হওয়া দুই দলের ওয়ানডে সিরিজ ছিল নারী চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সিরিজ। যেখানে জিতলে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত নিগার সুলতানা জ্যোতির দল। তবে ক্যারিবীয় মেয়েদের কাছে সিরিজটি ২-১ ব্যবধানে হারায় তারা সেই সুযোগটি হাতছাড়া করেছে। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা।

পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপ বসবে ভারতের মাটিতে। স্বাগতিক দেশটিসহ ওমেন্স চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৬টি দল এই টুর্নামেন্টে সরাসরি খেলবে। যেখানে পয়েন্ট টেবিলের সবার ওপরে রয়েছে অজি মেয়েরা। প্রতিটি দল চ্যাম্পিয়নশিপের অধীনে ২৪টি করে ম্যাচ খেলেছে। যেখানে টেবিল টপার অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৯। এ ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ছয় দল হচ্ছে যথাক্রমে ভারত (৩৭), ইংল্যান্ড (৩২), দক্ষিণ আফ্রিকা (২৫), শ্রীলঙ্কা (২২) ও নিউজিল্যান্ড (২১)। বাংলাদেশের পয়েন্টও কিউইদের সমান ২১।

চ্যাম্পিয়নশিপ টেবিলে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে ট্রফি তুলে দিয়েছে আইসিসি। আজ (মঙ্গলবার) অজি অধিনায়ক অ্যালিসা হিলির হাতে মেলবোর্নে মর্যাদাপূর্ণ এই পুরস্কার হস্তান্তর করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান ও আইসিসির পরিচালক মাইক বেয়ার্ড। আইসিসি ২০১৪ সাল থেকে ওমেন্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি চক্রেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগের দু’বার এই ট্রফি উঠেছিল মেগ ল্যানিংয়ের হাতে, প্রথমবার অজি তারকা হিলি এই পুরস্কার জিতলেন।

চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের প্রতিক্রিয়া অজি অধিনায়ক অ্যালিসা হিলি বলছেন, ‘আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে আমরা খুবই রোমাঞ্চিত। এখানে দারুণ প্রতিযোগিতা হয়েছে এবং চূড়ান্ত সাফল্য পাওয়া আনন্দের। আমরা বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছি যে সেটি আগেই জানতাম, এখন টেবিলের শীর্ষ থাকা আমাদের জন্য বড় সুবিধা। বিশ্বকাপের জন্য এটি আমাদের কিছুটা এগিয়ে রাখবে। আমরা ভারতে অনেক খেলেছি, তবে সেখানকার কন্ডিশন বেশ রহস্যময়। কী মোকাবিলা করতে হবে সেটি নিশ্চিত নই, তবে নিশ্চিত যে দারুণ কিছু হবে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের
  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • একদিনে দুই জয় বাংলাদেশের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
  • মালয়েশিয়ায় বাংলাদেশি সাঁতারু রাফির স্বর্ণজয়
  • Copy link
    URL has been copied successfully!