রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

সেনাবাহিনীর দুই কর্মকর্তা মেজর জেনারেল মো. খালেদ আল মামুন ও মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান রশীদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. খালেদ আল মামুন ও মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান রশীদকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর চিফ আইসিটি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেনকে সেনাবাহিনীতে ফেরত নেয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ

আজ মহান মে দিবস
আজ বৃহস্পতিবার, ১ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস, যা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেওবিস্তারিত…

স্বৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়েবিস্তারিত…