ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সুখের সংসারে কি তবে অন্য সুর বাজতে শুরু করেছে? কিলিয়ান এমবাপের আগমন নিয়ে আগেই কানাঘুষা ছিল। খেলোয়াড় হিসেবে অসাধারণ এমবাপে দলীয় ঐক্যে ফাটল ধরাচ্ছেন– এমন অভিযোগ আছে বেশ আগে থেকেই। খোদ নেইমার জুনিয়র পিএসজি ছাড়ার সময় এমবাপেকে নিয়ে এমন মন্তব্য করে গিয়েছেন। এবার একই পরিস্থিতি হয়ত দেখতে হচ্ছে রদ্রিগোকে।

ব্রাজিলিয়ান এই উইঙ্গার রিয়াল মাদ্রিদে নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট বলে খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। সান্তোস থেকে রিয়ালে এসে নিজেকে মেলে ধরেছেন। কিন্তু কিলিয়ান এমবাপের আগমনের পর স্পটলাইট থেকে খানিক দূরেই সরে গিয়েছেন তিনি। এমবাপে, ভিনিসিয়ুস এবং জ্যুড বেলিংহামের পর তাকে স্থান পেতে হচ্ছে এমনটাই মনে করছেন রদ্রিগো গোজ।

এমনকি তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলেরও সম্প্রতি মাদ্রিদের আস্থাভাজন হয়ে উঠেছেন। এমন অবস্থায় কিছুটা শঙ্কায় আছেন রদ্রিগো। আর সেজন্যই চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন কি না সেই বিবেচনাও শুরু করে দিয়েছেন তিনি। এমনকি মাদ্রিদও ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। উপযুক্ত অর্থের প্রস্তাব এলে হয়ত চলতি গ্রীষ্মেই নতুন ঠিকানায় যেতে পারেন রদ্রিগো।

তবে এই সিদ্ধান্তের আগে অবশ্য নতুন কোচের পরিকল্পনা বুঝে নিতে চান তিনি। সম্ভাব্য কোচ হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন জাবি আলোনসোর নাম। স্প্যানিশ গণমাধ্যম রেলেভোর তথ্য বলছে, জাবি কোচ হিসেবে মাদ্রিদে আসার পর তার সঙ্গে আলাপ করতে চান রদ্রিগো। বুঝতে চান, ক্লাব এবং কোচের পরিকল্পনায় কতটা যুক্ত তিনি। এরপরেই দল বদলের সিদ্ধান্ত আসতে পারে।

কোথায় যাবেন রদ্রিগো। এমন প্রশ্নে সবার আগে আসছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির নাম। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রদ্রিগো। এরপর থেকেই সিটিজেন্স বস গার্দিওলা এই ব্রাজিলিয়ান তারকার ভক্ত। ধারণা করা হচ্ছে, সিটি আগ্রহী হবে রদ্রিগোকে নিয়ে।

তবে সাম্প্রতিক সময়ে আর্সেনালকে নিয়ে রদ্রিগোর গুঞ্জন বেড়েছে। একজন স্ট্রাইকারের সন্ধানে থাকা আর্সেনাল হতে পারে এই ব্রাজিলিয়ানের গন্তব্য। জাতীয় দলের দুই সতীর্থ গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং গ্যাব্রিয়েল হেসুস এরইমাঝে গানার্স শিবিরে আছেন। সেটাই আগ্রহের কারণ হতে পারে তার জন্য।

ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে পেতে অন্তত ৮৫ মিলিয়ন ইউরো খসাতে হবে যেকোন ক্লাবকেই। বর্তমানে তার রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন। তবে চলতি গ্রীষ্মে বেশ কিছু নতুন খেলোয়াড় দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। আর সেটার ফান্ড হিসেবে রদ্রিগোকে কিছুটা কমে হলেও ছাড়তে রাজি লস ব্লাঙ্কোসরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রথমবার এশিয়ান ফুটসাল খেলবে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কবে, কোথায়, জেনে নিন
  • প্রথমবার পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
  • ৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানইউ
  • নতুন অধিনায়ক পেল বাংলাদেশ ক্রিকেট দল, পাকিস্তান সিরিজের দল ঘোষণা
  • ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা
  • বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত
  • Copy link
    URL has been copied successfully!