ট্রেডমার্ক জটিলতায় টেসলার ‘রোবোট্যাক্সি’ ও ‘সাইবারক্যাব’

ইলন মাস্কের মালিকানাধীন টেসলা তাদের গাড়ির জন্য ‘রোবোট্যাক্সি’ শব্দটি ট্রেডমার্ক করতে গিয়ে সমস্যায় পড়েছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস বলেছে, এই শব্দটি খুব সাধারণ এবং এটি ট্রেডমার্ক হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে টেসলার একটি আলাদা আবেদন, যেখানে ‘রোবোট্যাক্সি’ শব্দটি রাইড-শেয়ারিং পরিষেবার জন্য ব্যবহারের কথা বলা হয়েছে, তা এখনও পর্যালোচনার অধীনে রয়েছে।
টেসলা ‘সাইবারক্যাব’ শব্দটির ট্রেডমার্ক করারও চেষ্টা করেছিল, কিন্তু সেটিও আটকে গেছে। কারণ, অন্যান্য কোম্পানিও ‘সাইবার’ শব্দটি নিয়ে ট্রেডমার্ক আবেদন করেছে—যেমন কেউ কেউ সাইবারট্রাকের অ্যাক্সেসরিজের জন্য বিভিন্ন ট্রেডমার্ক দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস চলতি সপ্তাহের মঙ্গলবার একটি ‘অস্থায়ী অফিস অ্যাকশন’ জারি করেছে ‘রোবোট্যাক্সি’ ট্রেডমার্কের জন্য। যার মানে হলো—টেসলার এখন তিন মাস সময় আছে উত্তর দেওয়ার জন্য। যদি তারা উত্তর না দেয়, তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। টেসলার পক্ষে যিনি আইনজীবী, তিনি এখনও কোনো মন্তব্য করেননি।
টেসলা এই ট্রেডমার্কগুলো অক্টোবর ২০২৪ সালে আবেদন করেছিল। যেদিন তারা সাইবারক্যাব উন্মোচন করে—একটি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি যা তারা ভবিষ্যতে স্বয়ংচালিত রাইড-হেইলিং পরিষেবার জন্য ব্যবহার করতে চায়। একই দিনে তারা ‘রোবোবাস’ নামেও দুইটি ট্রেডমার্ক আবেদন করে, যেগুলোর পর্যালোচনা এখনও চলছে।
যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের মতে, ‘রোবোট্যাক্সি’ শব্দটি এতটাই সাধারণ যে অনেকে আগে থেকেই একই ধরনের সেবা বোঝাতে এটি ব্যবহার করছে। তাই যদিও কোনও ট্রেডমার্ক সংঘর্ষ নেই, তবুও এটি ‘সাধারণ বিবরণী’ হিসেবে গণ্য হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছে।
তবে টেসলা চাইলে যুক্তি ও প্রমাণ দিয়ে আবার আবেদন করতে পারবে। দেশটির পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস টেসলাকে বলেছে—তারা যেন ফ্যাক্ট শিট, নির্দেশিকা, বিজ্ঞাপন, এবং ওয়েবসাইটের স্ক্রিনশট জমা দেয় যেখানে ‘রোবোট্যাক্সি’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
এছাড়া, পেটেন্ট ও ট্রেডমার্ক কর্মকর্তারা জানতে চায়—টেসলার প্রতিযোগীরা কি ‘রোবো’, ‘রোবট’, বা ‘রোবোটিক’ শব্দগুলো ব্যবহার করে একই ধরনের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয় কিনা।
টেসলার আরেকটি আবেদন, যেখানে ‘রোবোট্যাক্সি’ শব্দটি রাইডশেয়ারিং এবং ভাড়া পরিষেবার জন্য ব্যবহারের কথা বলা হয়েছে, সেটিও ১৪ এপ্রিল একটি পরীক্ষকের কাছে গিয়েছে, তবে এখনও সিদ্ধান্ত হয়নি।
সম্পর্কিত সংবাদ

জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়
আজকের ডিজিটাল যুগে জিমেইল অ্যাকাউন্ট শুধুমাত্র ই-মেইলের জন্য নয়, এটি আপনার ব্যক্তিগত চ্যাট, গুরুত্বপূর্ণ নথি,বিস্তারিত…

১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স ব্যবস্থা চালু
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের ঘোষণা দিয়েছে।বিস্তারিত…