ক্রোয়েশিয়া-নেদারল্যান্ডস-নরওয়ে সফর স্থগিত করলেন মোদি

চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যরাতের হামলার পর এই অঞ্চলে যুদ্ধের নতুন দামামা বাজছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র সিএনএনকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।

নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিৃকত কাশ্মিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।

প্রতিবেশী দেশে সামরিক হামলার বিষয়ে মোদি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। সেখানে পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘‘গর্বের মুহূর্ত’’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

ভারতের এই প্রধানমন্ত্রী পাকিস্তানে নিখুঁত এবং সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন। এই অভিযানে ভুল হয়নি এবং সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানে হামলার বিষয়ে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এ সময় তিনি জানান, জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

সূত্র: সিএনএন, এনডিটিভি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পাকিস্তান-ভারত বিরোধ নিয়ে যে বার্তা দিলো রাশিয়া
  • পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯
  • অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও আলবানিজের জয়
  • তীব্র উত্তেজনার মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
  • ইসরায়েলে ফের দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা
  • ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
  • এবার ইউরোপের দেশেও কোকাকোলা বর্জনের ডাক
  • Copy link
    URL has been copied successfully!