দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ : ড. ইউনূস

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, ‘আমরা যে বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, তা গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয়।’
মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের এক প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করছি। কারণ এতে তারা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
নরওয়েজিয়ান প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সোশ্যালিস্ট ইউথ লিগের উপনেতা নাজমা আহমেদ, এইউএফ-এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়ারসামে, সেন্টার পার্টির সদস্য ড্যান স্কফটেরুড, কনজারভেটিভ পার্টির ওলা স্ভেন্নেবি, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটসের হাদলে রাসমাস বিজুল্যান্ড, গ্রিন পার্টি-ঘনিষ্ঠ গ্রিন ইউথ-এর সদস্য টোবিয়াস স্টক্কেল্যান্ড এবং ইয়াং লিবারালস অফ ইনল্যান্ডেটের সাবেক নেত্রী থাইরা হাকনসলক্কেন।
আলাপকালে প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। একইসাথে তিনি নরওয়ের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও খোঁজ নেন।
এদিকে নরওয়েজিয়ান তরুণ নেতাদের জানতে চাওয়া ‘বাংলাদেশের অনেক তরুণ এখনো পর্যন্ত জীবনে একবারও ভোট দিতে পারেনি, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কী উদ্যোগ নিয়েছে’ প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কাঠামোগত সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনটি মেয়াদজুড়ে প্রহসনের নির্বাচনী ব্যবস্থা চালু ছিল, যা বাস্তবে জনগণকে ভোটের সুযোগ থেকে বঞ্চিত করেছে। সুতরাং প্রতিষ্ঠানগুলো সংস্কার করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন, যাতে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
ড. ইউনূস আরো বলেন, ‘আমরা এক পরিবর্তনের সময় অতিক্রম করছি। আমি আশা করি, এ রূপান্তরকাল দীর্ঘস্থায়ী হবে না।’
সম্পর্কিত সংবাদ

এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৫৮৩ প্রাণ, আহত ১২০২
এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারাবিস্তারিত…

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এবার নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন এবার এমন একটি নির্বাচন করতেবিস্তারিত…