৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানইউ

দারুণ এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। নিজেদের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে এই জয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ‘দ্য বিইজ’ খ্যাত দলটি।

ম্যাচে প্রথম এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গারনাচোর দুর্দান্ত এক ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসন মাউন্ট। এটাই ক্লাবটির হয়ে তার দ্বিতীয় গোল।

তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। ব্রেন্টফোর্ডের অধিনায়ক মিকেল ড্যামসগার্ডের একটি ক্রস লুক শর গায়ে লেগে দিক পাল্টে বল জালে ঢুকে সমতায় ফেরায় ম্যাচ। ম্যাচে লুক শ-ই ইউনাইটেডের অধিনায়কত্ব করছিলেন।

এর ঠিক ছয় মিনিট পর বিতর্কিতভাবে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। একটি কর্নার থেকে কেভিন শ্যাডে মাথা ছুঁইয়ে বল জালে পাঠালে তা হয় তার মৌসুমের ১০তম গোল। সেই সময় ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাথেইস ডি লিখট ইনজুরিতে মাঠে পড়ে ছিলেন, কিন্তু রেফারি খেলা বন্ধ করেননি। এ নিয়েই আপত্তি ওঠে ইউনাইটেড শিবিরে।

২০ মিনিট বাকি থাকতে শ্যাডে করেন নিজের দ্বিতীয় গোল। এবারও মাথা দিয়ে কাছ থেকে বল জালে পাঠান ব্রায়ান এমবেউমোর ক্রস থেকে। তবে এখানেই থেমে থাকেনি ব্রেন্টফোর্ড। ইউনাইটেডের রক্ষণভাগ চিড়ে মাইকেল কায়োদের পাসে ইয়োয়ানে উইসা করেন দলের চতুর্থ গোল।

তবে ৮২ মিনিটে ম্যাচে হঠাৎ গতি ফেরায় ইউনাইটেড। আর্জেন্টাইন তরুণ গারনাচো দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করে ব্যবধান কমান। ইনজুরি টাইমে রোমাঞ্চ আরও বাড়ে। অতিরিক্ত সাত মিনিটের পঞ্চম মিনিটে গোল করেন বদলি নামা আমাদ দিয়ালো। ম্যাচ তখন ৪-৩, বাকি আর মাত্র দুই মিনিট! তবে শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ড জয়ের ব্যবধান ধরে রাখে।

এই জয়ে ৩৫ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড, মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে অষ্টম স্থানে থাকা বোর্নমাউথের থেকে। অন্যদিকে, ইউনাইটেড ৩৯ পয়েন্ট নিয়ে আছে ১৫তম স্থানে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত
  • ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের
  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • একদিনে দুই জয় বাংলাদেশের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • Copy link
    URL has been copied successfully!