১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স ব্যবস্থা চালু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে লাইসেন্স নবায়ন, নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এ লক্ষ্যে বিটিআরসি ‘নতুন লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (LIMS) চালু করেছে, যার মাধ্যমে সকল আবেদন প্রক্রিয়া গ্রহণ ও পরিচালিত হবে। কমিশন জানিয়েছে, আগামি ১৭ মে থেকে এই ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে এবং এরপর থেকে কোনো আবেদন সরাসরি কাগজে গ্রহণ করা হবে না।
সব আবেদন LIMS-এর মাধ্যমে-
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বিদ্যমান ও নতুন লাইসেন্সধারী/রেজিস্ট্রিকৃত সেবাদাতাদের লাইসেন্স সংক্রান্ত সকল কার্যক্রম LIMS সাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব User Account খুলে আবশ্যিক কাগজপত্র আপলোড করে আবেদন করতে হবে। কমিশন এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সাইটেই প্রদান করেছে।
কমিশন এখন থেকে আবেদন প্রক্রিয়া শেষে সরাসরি অনলাইনের মাধ্যমে ই-লাইসেন্স প্রদান করবে। এতে সেবা গ্রহীতাদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে আশা করছে বিটিআরসি।
প্রশাসনিক পদক্ষেপ ও নির্দেশনা-
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিআরসির সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দফতরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির একটি বড় উদ্যোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
সম্পর্কিত সংবাদ

মটোরোলার এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
লেনোভোর মালিকানাধীন মটোরোলা দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল। যার মডেল মটোরোলা এজ ৬০ প্রো। মিড-রেঞ্জ সেগমেন্টেবিস্তারিত…

এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
যত দিন যাচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদাও তত বাড়ছে। প্রথম যখন হোয়াটসঅ্যাপ চালু হলো, তখন সবারবিস্তারিত…