মটোরোলার এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

লেনোভোর মালিকানাধীন মটোরোলা দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল। যার মডেল মটোরোলা এজ ৬০ প্রো। মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি বিশেষ চমক এনে দিয়েছে।

মটোরোলার নতুন এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট দেওয়া হয়েছে। এতে একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে এবং এটি অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব হেলো ইউআই ইন্টারফেস।

ফোনটিতে রয়েছে পিওলিড ডিসপ্লে এবং দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ একটি শক্তিশালী ব্যাটারি।

১২ এবং ৮ জিবি র‌্যাম ভার্সনে এই ফোন কেনা যাবে। ভারতের বাজারে মটোরোলা এজ ৬০ প্রোর দাম শুরু হয়েছে ৩০ হাজার রুপি থেকে। এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে।

এজ ৬০ প্রো ফোনটিতে বেশ কিছু উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যায়। এতে রয়েছে একটি ৬.৭-ইঞ্চির ১.৫কে কোয়াড কার্ভড ওপিওলিড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৭ আই দ্বারা সুরক্ষিত এবং ফোনটির ওজন প্রায় ১৮৬ গ্রাম। মটোরোলা এই ডিভাইসের জন্য ৩টি ওএস আপডেট এবং ৪ বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

মটোরোলার এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে, যার মধ্যে রয়েছে ওআইএসসহ একটি ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। ফোনের সামনের দিকে একটি ৫০ মেগাপিক্সেল সেলফি শুটারও রয়েছে।

নতুন এই এজ ফোনটিতে আজকালকার অনেক মডেলের মতোই ৬,০০০ এমএএইচ-এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে এবং এর সঙ্গে ৯০ ওয়াট ওয়ার্ড ফাস্ট চার্জিং-এর পাশাপাশি ১৫ ওয়াট ওয়ারলেস চার্জিং-এর সুবিধাও রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জিমেইলে হ্যাকারদের হানা, অপরিচিত ই-মেইলের লিংকে ভুলেও ক্লিক করবেন না
  • ইনফিনিক্স আনল নোট ৫০ সিরিজের ফোন
  • ফোনের ক্যামেরা পরিষ্কার করার সঠিক নিয়ম
  • কুবির ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে
  • এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন
  • শাওমি সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আনছে
  • Copy link
    URL has been copied successfully!