এবার হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ২০ ভাষায়

পবিত্র হজের সময় ঘনিয়ে এসেছে। ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। সৌদি আরব কর্তৃপক্ষ হজের প্রস্তুতি সম্পন্ন করছে। এই ধারাবাহিকতায় এবার হজের খুতবা কতটি এবং কী কী ভাষায় অনুবাদ করা হবে জানিয়েছে দেশটি।
শনিবার (২৬ এপ্রিল) দেশটি জানায়, ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে। সেই ভাষাগুলো হলো-
১. ইংরেজি; ২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। বাংলা; ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান।
হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ মক্কার অদূরে আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় হজের ইমাম আরবিতে খুতবা পাঠ করেন। একসঙ্গে সেই খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এবার চাঁদ দেখাসাপেক্ষে ৫ বা ৬ জুন হজ পালিত হতে পারে।
সম্পর্কিত সংবাদ

হজে মাবরুরের ফজিলত
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা হজের ঘোষণা দিয়ে বলেছেন, এবং মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্যবিস্তারিত…

হজের সফরে মক্কা পৌঁছা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া
দোয়া মুমিনের সঙ্গী। আল্লাহ তাআলা বান্দার নেক দোয়া কবুল করতে পছন্দ করেন। হজ পালনের উদ্দেশ্যেবিস্তারিত…