থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

থাইল্যান্ডে প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ বিমানটির ব্ল্যাক বক্স ডেটা রেকর্ডার যাচাই করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী ব্যাংককের দক্ষিণে অবস্থিত প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় সমুদ্রের তীরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তাদের মধ্যে ছিলেন- তিন পাইলট, এক প্রকৌশলী এবং দুজন মেকানিক। খবর বিবিসির।
ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি উপকূলীয় রিসোর্ট এলাকা চা-আম জেলায় শুক্রবার ছোট বিমানটিকে সমুদ্রে বিধ্বস্ত হতে দেখা গেছে।
রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঁচ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান, ষষ্ঠজন পরে হাসপাতালে মারা যান। দুর্ঘটনার কারণ নির্ণয়ে বিমানের ব্ল্যাক বক্স ডেটা রেকর্ডার পরীক্ষা করছে কর্তৃপক্ষ।
প্রাণ হারানো সাহসী অফিসারদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছে থাই পুলিশ। অন্য কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ প্রধান কিট্রাট ফানফেট বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমানটি আবাসিক এলাকার দিকে যাচ্ছিল কিন্তু এর পাইলটরা প্রাণহানি এড়াতে কৌশলে এটিকে সমুদ্রের দিকে নিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে পানির মধ্যে আছড়ে পড়েছিল। যখন অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের মধ্যে হেঁটে যাচ্ছে মানুষ।
সম্পর্কিত সংবাদ

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামেবিস্তারিত…

এবার ইউরোপের দেশেও কোকাকোলা বর্জনের ডাক
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকাকোলাবিস্তারিত…