প্রতিবাদ করায় এবার প্রাণনাশের হুমকি গম্ভীরকে

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করায় এবার হত্যার হুমকি দেওয়া হলো দেশটির সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে। মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিকমাধ্যমে বার্তা লিখেছিলেন রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীর।

আর ঠিক এরপরই হত্যার হুমকি পেলেন তিনি। গম্ভীরকে ইমেইলে হুমকিবার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’। দু’টি হুমকিবার্তা পেয়েছেন তিনি। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

এর আগে পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন গৌতম গম্ভীর। তিনি লেখেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। যারা এই জঘন্য কাজের জন্য দায়ী, তাদের অবশ্যই মূল্য চোকাতে হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।’

গতকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এবং বিকেলে দুটি আলাদা ইমেইলে গৌতম গম্ভীরকে এই হুমকি পাঠানো হয়। মেইলটিতে লেখা ছিল-‘আইকিলইউ’, যার অর্থ ‘আমি তোমাকে হত্যা করবো।’

এই হুমকি বার্তা পাওয়ার পরপরই গৌতম গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও দ্রুত বিষয়টি জানিয়ে নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

গম্ভীরের অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ইমেইল এসেছে, কারা তা পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।

দিল্লির পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে। গম্ভীর এখন দিল্লি পুলিশের নিরাপত্তা পান। তবে কতটা নিরাপত্তা বাড়ানো হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, গম্ভীর বিজেপির সাবেক সংসদ সদস্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। তবে গত বারের নির্বাচনে দাঁড়াননি গম্ভীর। নির্বাচনের সময় তিনি আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন।

গত বছরই কেকেআর দল ছেড়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি। সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • একদিনে দুই জয় বাংলাদেশের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
  • মালয়েশিয়ায় বাংলাদেশি সাঁতারু রাফির স্বর্ণজয়
  • চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন বিজয়
  • Copy link
    URL has been copied successfully!