অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমযানের পুরোপুরি হক আদায়ে সবাইকে সকল প্রকার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে রমজানকে কাজে লাগাতে হবে। বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে রমজানে ঈমানকে মজবুত করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার উত্তম সময় হচ্ছে রমজান। রমজানকে সামনে রেখে অসৎ উপায়ে মজুতদারি করা হারাম। রোজাদাররা যাতে জুলুমের শিকার না হন সে জন্য অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে। গরিব মিসকিনকে বেশি বেশি দান খয়রাত করতে হবে।

সোমবার (১০ মার্চ) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শোভনা দারুস সুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, একজন রোজাদারকে ইফতার করালে ওই রোজাদারের পুরো সওয়াব লাভ করা যাবে, তবে তার রোজার সওয়াব কম হবে না। রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগির বদৌলতে বাকি ১১ মাস যাতে আমরা গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি সেদিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মগঠন, তাকওয়া অর্জন এবং ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অতি মুনাফার লোভে পণ্যসামগ্রী মজুতদারি করে জাতিকে কখনো কষ্ট দেয়া যাবে না। এটা নবীর (সা.) শিক্ষা। আমরা অসাধু মন্দের কাতারে থাকতে চাই না। জান্নাতে থাকতে চাই, শয়তানের সাথে থাকতে চাই না। আসুন ভালো হবার মু’ত্তাকি হবার মাস রমযান এসেছে। নৈতিকভাবে যা হালাল তা অর্জনের চেষ্টা করতে হবে। এই মাসে আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে।

শোভনা ইউনিয়ন জামায়াতের আমির মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল বাশার খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোখতার হোসাইন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা ওয়াহিদুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের ডুমুরিয়া উপজেলা সভাপতি সামিদুল ইসলাম, শোভনা ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মাহমুদুল হাসান, জাহাঙ্গীর হোসেন, যুববিভাগের বিএম আলমগীর প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারে একমত ইসলামী আন্দোলন ও এনসিপি
  • জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
  • সবাইকে নিয়ে ফুলের বাগান গড়তে চান জামায়াতের আমির
  • নির্বাচনী প্রক্রিয়ায় পিআর সিস্টেমের পক্ষে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • এটিএম আজহারের আপিল শুনানি আজ
  • শেখ হাসিনাসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র লক
  • নারী বিষয়ক কমিশনের কতিপয় সুপারিশ কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির
  • Copy link
    URL has been copied successfully!