ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি শায়খ আহমাদুল্লাহর

ধর্ষককে কোনো ছাড় না দিয়ে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। রোববার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দাবি জানান তিনি।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে লিখেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুততম সময়ে বিশেষ ট্রাইবুনালে বিচারকার্য সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্তুমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লিখেন, বিচারের দীর্ঘসূত্রতা এবং অপরাধীর পার পেয়ে যাওয়ার ফাঁক-ফোকর বন্ধ করা জরুরি।

ইসলামে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এর উপকারিতা তুলে ধরে এই দণ্ডবিধি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, সামাজিক শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষার জন্য ইসলাম ধর্ষণের সবচেয়ে কঠিন শাস্তির বিধান রেখেছে। সমাজকে এ ধরনের অপরাধ থেকে মুক্ত করতে ইসলামি দণ্ডবিধি বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাধারণ ব্যভিচারের চেয়ে ধর্ষণ জঘন্যতম। এটিকে ‘ফাসাদ ফিল আরদ’ বা সমাজে বিশৃঙ্খলা হিসেবে গণ্য করা হয়। অপরাধের মাত্রা হিসেবে ইসলাম এর কঠোরতর শাস্তির নির্দেশ করেছে। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, “যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশান্তরিক করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহা আজাব।” (সুরা মায়েদা: ৩৩

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হজের সফরে মক্কা পৌঁছা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া
  • মুসলিম নারীর পর্দা ও পোশাক
  • এবার হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ২০ ভাষায়
  • হজে যেসব ভুল থেকে সতর্কতা কাম্য
  • বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
  • ঈমান হারানোর মহামারি নিয়ে যা বলেছেন নবীজি
  • রাতে ঘুম না এলে যে দোয়া পড়তেন নবীজি
  • দাজ্জালের প্রভাবমুক্ত থাকবে যে ৪ মসজিদ
  • Copy link
    URL has been copied successfully!